গর্ভাবস্থায় খাবেন না প্যারাসিটামল, অ্যাসপিরিন!

গর্ভাবস্থায় ব্যথানাশক ওষুধ প্রজনন ক্ষমতা নষ্ট করে। গর্ভাবস্থায় যেসব নারীরা ব্যথানাশক ওষুধ খান তাদের অনাগত সন্তানের ক্ষেত্রে প্রজনন ক্ষমতা বা উর্বরতা কমে যায়।

নতুন গবেষণায় এ বিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন গবে
ষকরা।

গবেষণায় বলা হয়, প্যারাসিটামল, আইবোপ্রোফেন, অ্যাসপিরিন জাতীয় ওষুধ গর্ভাবস্থায় খেলে ভবিষ্যৎ প্রজন্মের প্রজনন ক্ষমতা বা উর্বরতা নষ্ট করে দিতে পারে।

গবেষণা নিবন্ধটি জার্নাল সায়েন্টিফিক রিপোর্টসে প্রকাশিত হয়। নিবন্ধটিতে গর্ভবতী নারীদের ব্যথানাশক ওষুধ ব্যবহারের ক্ষেত্রে দিকনির্দেশনা মেনে চলার ওপর জোর দিয়েছেন।

এ ধরনের ওষুধ যত অল্প পরিমাণে গ্রহণ করার যায় সেদিকে লক্ষ্য রাখার কথা বলেছেন গবেষকরা।
Previous
This is the oldest page
Thanks for your comment