জেনে নিন ভাল লা্ইফ পাটনার - যেসব পেশার ছেলেরা আধুনিক মেয়েদের কাছে বেশি আকর্ষনীয়…



বিয়ের ব্যাপারে বরাবরই মেয়েদের পছন্দের তালিকায় থেকেছে ডাক্তার, ইঞ্জিনিয়াররা। হাল আমলে তাদেরকে টেক্কা দিয়ে তাদের পছন্দের তালিকায় উঠে এসেছেন ক্রিয়েটিভ প্রফেশনালরা। তবে তালিকা থেকে একেবারে হারিয়ে যাননি ডাক্তার, ইঞ্জিনিয়াররা। এখনও এদের কদর রয়েছে।
চলুন জেনে নেয়া যাক মেয়েরা কোন পেশার ছেলেদের বেশি অগ্রাধিকার দেয়…
*** ফটোগ্রাফারঃ বাকি সকলকে ক্লিন বোল্ড করে আধুনিক মেয়েদের পছন্দের তালিকায় এখন সবার উপরে বিরাজ করছেন এরাই।
*** শেফঃ ভালো রান্না করলে সহজেই জেতা যায় মন। এ তো সকলেই জানেন। শেফরা তাই মেয়েদের কাছে দারুণ সেক্সি।
*** সেনা কর্মকর্তাঃ আবেগপ্রবণ মেয়েদের সবচেয়ে পছন্দের পুরুষ এরা।
*** পাইলটঃ পাইলট মানে বরাবরই মেয়েদের কাছে ধরাছোঁয়ার বাইরে স্বপ্নের এক পুরুষ।
*** ডাক্তারঃ পছন্দের তালিকায় ডাক্তারদের দাম আজও সমান।
*** এন্টারপ্রেনিয়ারঃ ইযং এন্টারপ্রেনরদের মেয়েরা অবশ্যই পছন্দ করেন। তবে বয়স একটু হলে তাদের দামও বাড়ে।
*** মিউজিশিয়ানঃ এদের প্রেমে মেয়েরা বরাবরই হাবুডুবু খেতেন। আজও খান।
*** লেখকঃ যুগে যুগে মেয়েরা এদের উদাসীনতা নিয়ে অভিযোগ করলেও তাদের পছন্দের তালিকায় রয়েছেন লেখকরা।
*** সফটওয়্যার ইঞ্জিনিয়ারঃ এক সময় মেয়েদের পছন্দের তালিকায় এক নম্বরে ছিলেন তারা। এখন রয়েছেন নয় নম্বরে।
তবে সব পেশাকে দূরে ফেলে বর্তমানে মেয়েরা হ্যাকারদের দিকে একটু যেন বেশিই ঝুকে পড়েছে। কারণ, তাদের মূল্যটা আর একটু বেশি।
Previous
Next Post »
Thanks for your comment