আগামীকাল বিশ্বকাপ টি-টোয়েন্টির বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী। কাল ধর্মশালায় বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।
আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে জিতে সুপার টেনের পথে এগিয়ে যেতে প্রস্তুত বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের একাদশে পরিবর্তন আসতে পারে। আরাফাত সানির পরিবর্তে দলে জায়গা পেতে পারেন নুরুল হাসান সোহান।
ক্রিকইনফো সূত্র অনুযায়ী আগামীকালের ম্যাচে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ তুলে ধরা হলে। এক নজরে দেখে নিন, কালকের ম্যাচে টাইগার দলের হয়ে মাঠে কার নামার সম্ভাবনা বেশি।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য) : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আরাফাত সানি/ নুরুল হাসান সোহান, আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদ।
ConversionConversion EmoticonEmoticon