পটলা ক্লাস থ্রি-তে

পটলা ক্লাস থ্রি-তে
পড়ে।
তো সে তার গণিত
ম্যাডামকে বলতেসে,
"ম্যাডাম,আমার
সম্পর্কে আপনার
কি ধারনা?"
ম্যাডামঃ পটলা তুমি
খুউউউউউব সুইট,
কিন্তু অঙ্কে একটু
কাঁচা।
পটলা : হুম, আমারো
তাই মনেহয়।
আপনাকেও আমার খুব
পছন্দ। ম্যাডাম,
আপনার বাড়ির
ঠিকানাটা একটু
বলা যাবে?
ম্যাডামঃ কেন?
পটলা : না......মানে......
আব্বা-আম্মাকে
পাঠাইতাম।
ম্যাডামঃ
(ভ্যাবাচ্যাকা খেয়ে)
ওমা, তোমার বাবা-মা
আমার
বাসায় যাবে কেন?
পটলা : না...মানে...কথা-
বার্তা বলার জন্য।
ম্যাডামঃ কি বলছো
এইসব !!!
তুমি কোথায়, আর
আমি কোথায়।
স্কুলে এসে কি এইসব
শিখেছো ?
তুমি একদম নষ্ট হয়ে
গেছ। অসভ্য
কোথাকার!
পটলা : ফইন্নির ঘরে
ফইন্নি,
তরে কেডা কইসে
আমি তোরে
বিয়া করমু.....! আমিতো
অঙ্ক
প্রাইভেট পড়ার কথা
কইতাছিলাম।

Previous
Next Post »
Thanks for your comment