[Life Style ] সহজ চারটি পদ্ধতিতে ধরে রাখুন আপনার যৌবনের সৌন্দর

যৌবনের সৌন্দর্য সবাই ধরে রাখতে চায়।
কিন্তু সবাই কি পারে? যৌবনের সৌন্দর্য ধরে
রাখতে বাসায় বসেই সহ চারটি উপকরন তৈরি
করে অনুকরন করুন।

পদ্ধতিঃ
* ১- শসার প্যাক: শসাতে সিলিকা নামক একটি
উপাদান আছে যা ত্বকের চামড়া ঝুলে যাওয়া
রোধ করতে সাহায্য করে । ৩ চা চামচ শসার
পেষ্ট, ১ চা চামচ ডিমের সাদা অংশ, ২ চা চামচ
লেবুর রস, ২ চা চামচ পুদিনা পাতার রস, পর্যাপ্ত
পরিমাণে আপেলের পেষ্ট দিয়ে একটি
প্যাক তৈরি করুন। প্যাকটি সারা মুখে লাগান। ২০
মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

* ২- দুধ এবং কোকো পাউডার ২ টেবিলচামচ
কোকো পাউডার এবং ১ টেবিল চামচ দুধ
মিশিয়ে পেষ্ট তৈরি করে নিন। ভালোভাবে
মুখে লাগান। শুকানোর জন্য ৫-১০ মিনিট
অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি
দিয়ে ধুয়ে ফেলুন। দুধ এবং কোকো
পাউডারের প্যাকটি ত্বকের বলিরেখা দূর
করে ত্বককে করবে মসৃণ এবং উজ্জ্বল।

* ৩- কলার প্যাক কলাতে এমন কিছু উপাদান
আছে যা বয়সের ছাপ দূর করে থাকে। মাঝারি
আকারের একটি কলার পেষ্ট, ১ টেবিল চামচ
মধু, ১ টেবিল চামচ ক্রিম দিয়ে একটি প্যাক তৈরি
করুন। প্যাকটি মুখে, ঘাড়ে ভালভাবে লাগান। ৩০
মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ধুয়ে
ফেলুন।

* ৪- আলুর প্যাক ১ টি আলুর পেষ্ট, ২ টেবিল
চা চামচ আপেলের পেষ্ট দিয়ে একটি প্যাক
তৈরি করে নিন। প্যাকটি ভালো ভাবে ঘাড়,
মুখে লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে
মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বককে
ন্যাচারাল গ্লো দেয় এবং নিস্তেজ ত্বককে
উজ্জ্বল করে থাকে।

আমাদের সাথে থাকুন নতুন নতুন টিপস পাবেন নিয়মিত

Visit regular

Previous
Next Post »
Thanks for your comment