যে বয়সে মেয়েদের বিয়ে না হলে অবৈধ relation.
৩৫-৩৮ বছর বয়সী অনেক পুরুষ বউ হিসেবে ২১-২৪ বছরের মেয়েদেরই বেশি পছন্দ করে। মানে অনার্স পাশ করা মেয়ে, মাস্টার্স পাশ করা মেয়ে অনেকের পছন্দ নয়। অনেকে আবার অনার্স পড়ুয়া মেয়ে পছন্দই করেন না, তাদের পছন্দ ঐ ১২ ক্লাশ পাস, মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত।কারণ ঐ ১৮ বছরের মেয়েদের ইচ্ছে মতন শেইফ দেওয়া যায়। যেমনি বলবেন, তেমনি চলবে। স্বামী স্ত্রীতে ১২-১৪ বছর বয়সের পার্থক্য অনেক সময় অনেক জটিলতা সৃষ্টি করে। দুই জনের মানসিক চাহিদাটা মিল না হলেই এই সমস্যাগুলো প্রকট হয়ে যায়।নিজের থেকে ১২ বছরের কারো সাথে এডজাস্ট করাটা অনেক সময় সত্যিই কষ্টকর। আবার ৩৫+++ বয়সে অনেকের ভীমরতিও হয়। এমন উদাহরণও আছে যে, একলোক নিজের বউকে সান গ্লাস কিনে দিয়েছেন, কিন্তু বউ বায়না করে নাই!
ConversionConversion EmoticonEmoticon