গরম বা শীত, বাড়িতে বেশ আরামদায়ক অবস্থাতেই সময় কাটাতে চায় মানুষ। আর এ দিক থেকে সবচেয়ে এগিয়ে ব্রিটিশ আইলসের মানুষরা। নতুন এক জরিপে বলা হয়, কার্ডিফের প্রায় সবাই বাড়িতে জন্মদিনের পোশাকে সময় কাটাতেই বেশি পছন্দ করেন।
ডমিনো ব্রিটিশদের ওপর নতুন এক জরিপ চালায়। সেখানে দেখা হয়, স্মার্টফোন এবং ট্যাবলেট ব্যবহারে মানুষের জীবনযাপনে কি পরিবর্তন এসেছে। এ জরিপের একটি অংশে উঠে এসেছে ওয়েলসের দক্ষিণের উপকূলীয় শহর কার্ডিফের মানুষের কথা। কার্ডিফ শহরবাসীরা প্রায় সবাই নিজ বাড়িতে নগ্ন অবস্থায় থাকতে পছন্দ করেন।
কার্ডিফের পরই তালিকায় রয়েছে সাউদাম্পটন। ব্রিস্টোলিয়ানস টপ তিনের তালিকায় চলে এসেছে।
এ জরিপে আরো বলা হয়, এসব শহরের মানুষজন কাজ থেকে বাড়িতে ফিরেই যত দ্রুত সম্ভব অন্তত একটি পায়জামা পরে নেন। এই পোশাক ১৮-২৪ বছর বয়সীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। আর ২৫-৩৪ বছর বয়সীরা আরো বেশি আরাম খোঁজেন। তবে ৪৫-৫৪ বছর বয়সীরা নগ্ন হতে একটু সাবধান থাকেন। কারণ তখন বাড়ির ভেতরটা উষ্ণ করতে একটু বেশি বিল খরচ হয়।
ConversionConversion EmoticonEmoticon